বগুড়ায় ধর্ষণ মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ ইলিয়াস হোসেন (২৮) নামের ওই আসামিকে সদর থানা পুলিশের একটি দল শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের সামনে থেকে আটক করে। গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার আব্দুল করিমের ছেলে এবং বিভিন্ন আবাসিক হোটেলের নারী ব্যবসায়ীদের দালাল হিসেবেও পরিচিত। তাকে আজ শুক্রবার (৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী জানা যায়, স্বামী-সন্তান নিয়ে সংসার করা এক নারীর সঙ্গে মোবাইল ফোনে ইলিয়াস হোসেনের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা নিয়মিত ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন।
এই সম্পর্কের সুযোগ নিয়ে ইলিয়াস ওই নারীকে তার স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার জন্য প্ররোচিত করতে থাকে। একপর্যায়ে ওই নারী তার স্বামীকে তালাক দেন এবং প্রায় ৬-৭ ভরি সোনার গহনা ও ১০-১২ লাখ টাকা নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর ইলিয়াস ভালোবাসার অজুহাতে এবং প্রেমের ফাঁদে ফেলে ওই নারীকে কিছুদিনের জন্য বগুড়ায় নিয়ে আসে। পরে শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে তারা সেখানে বসবাস শুরু করে।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন বিভিন্ন আবাসিক হোটেলের নারী ব্যবসায়ীদের দালাল হিসেবে এলাকায় পরিচিত।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন