গিয়ান-বারে সিনড্রোম, সংক্ষেপে জিবিএস, আমাদের চারপাশে খুব একটা পরিচিত রোগ না হলেও এর পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে। খুব সামান্য লক্ষণ দিয়ে শুরু হওয়া এই রোগ শেষ পর্যন্ত একজন ব্যক্তিকে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে।
মানবদেহের স্নায়ুতন্ত্র আমাদের হাত-পা নাড়াচাড়া করা, তাপমাত্রা ও স্পর্শের অনুভূতি গ্রহণ করা এবং এমনকি শ্বাস-প্রশ্বাসের মতো মৌলিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। একে এক কথায় মানবদেহের মাদারবোর্ডের সঙ্গে তুলনা করা যেতে পারে।
জিবিএস তেমনই এক মারাত্মক রোগ, যেখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা স্বয়ং এই পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে। এর ফলস্বরূপ আক্রান্ত ব্যক্তির মাংসপেশি দুর্বল হতে শুরু করে। এমন অবস্থা হয় যে আক্রান্ত ব্যক্তি তার হাত-পা ও অন্যান্য অঙ্গ নড়াচড়া করতে পারেন না। একপর্যায়ে আক্রান্ত ব্যক্তি খাবার চিবাতে বা গিলতে পারেন না, কথা বলতেও অসুবিধা হয়। এমনকি তার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এবং চূড়ান্ত পর্যায়ে রোগী প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিবিএস নামের এই রোগটি যেকোনো বয়সেই হতে পারে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন