পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আমের জামালের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তার নবজাতক সন্তানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এই ক্রিকেটার।
গত ২৩ অক্টোবর, আমের জামাল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে নবজাতকের একটি ছোট হাতের ছবি পোস্ট করে তিনি লেখেন, “আল্লাহর কাছ থেকে এসেছিলে এবং তাঁর কাছেই ফিরে গেলে। আমার ছোট্ট ফেরেশতা, তোমাকে বেশিক্ষণ কাছে রাখতে পারলাম না। বাবা-মা তোমাকে সবসময় মনে করবে। আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।”
তার এই শোকাবহ পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যম সমবেদনার বার্তায় ভরে যায়। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরসহ অনেক ক্রিকেটার ও ভক্ত তাকে ও তার পরিবারকে সহানুভূতি জানিয়েছেন। সানা মির তার মন্তব্যে লেখেন, “আল্লাহ আপনাকে ও আপনার স্ত্রীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
উল্লেখ্য, ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল।
মন্তব্য করুন