লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে এই ঘটনা ঘটে।
আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় বিএসএফের ১৭৪/অর্জুন ক্যাম্পের সদস্য বলে জানা গেছে।
ঘটনার বিবরণ: বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। কনস্টেবল বেদ প্রকাশ একটি ভারতীয় গরুকে ধাওয়া করতে করতে অসতর্কতাবশত সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় দহগ্রাম-আঙ্গরপোতা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
উদ্ধারকৃত সরঞ্জাম: আটক বিএসএফ সদস্যের কাছ থেকে বিজিবি নিম্নলিখিত সরঞ্জামাদি জব্দ করেছে:
১টি শটগান
২ রাউন্ড গুলি
১টি ওয়্যারলেস সেট
১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
বিজিবির বক্তব্য: বিজিবি জানিয়েছে, সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। এই ঘটনা নিয়ে বর্তমানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া বা পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন