প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলছেন, হাদি তুমি হারিয়ে যাবে না। কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ্জায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, আজকে আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করতে এসেছি, শুধু আমরা না বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা পূরণ করবে।
তিনি বলেন, আমরা তোমার যে মানবপ্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। এটা যেন সবসময় আমাদের মনে জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না।
এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র— বড় মন্ত্র হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। আমাদের শির কখনও নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমাদের সব কাজে আমরা সেটা প্রমাণ করবো। আমরা দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না।
ড. ইউনূস বলেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে কীভাবে অংশ নিতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।
মন্তব্য করুন