ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয়হীন থাকার ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষবার ভারতকে হারিয়েছিল লাল-সবুজের দল। এরপর কেটে গিয়েছিল দীর্ঘ দুই দশকেরও বেশি সময়। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে সেই ভারতকে ১-০ গোলে হারালেন হামজা চৌধুরী ও মোরসালিনরা।
আজকের এই ঐতিহাসিক জয়ের নায়ক মোরসালিন। প্রথমার্ধের শুরুতেই তার করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষ পর্যন্ত সেই গোলটিই জয়সূচক গোল হিসেবে টিকে থাকে।
এই জয়ের মাধ্যমে শুধু এশিয়া কাপ বাছাইপর্বের পথেই নয়, ফুটবল ভক্তদের হৃদয়েও নতুন আশার সঞ্চার করল বাংলাদেশ দল। এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর জয় দিয়ে তার সার্থক প্রতিদান দিলেন খেলোয়াড়েরা।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন