এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। কাতারের দোহায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে নাটকীয় সেমিফাইনালে সুপার ওভারে প্রতিবেশী দেশ ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ভারতও সমান রান করলে খেলা গড়ায় সুপার ওভারে। শ্বাসরুদ্ধকর সেই সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
অন্যদিকে, পাকিস্তান তাদের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শ্রীলংকাকে ৫ রানের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
আজ ফাইনালে বাংলাদেশ একাদশে আছেন: জিশান আলম, হাবিবুর রহমান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরোব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল ও আব্দুল গাফফার।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন