জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালীন সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার প্রচারণায় অংশ নেওয়া তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তৎপর হয়। এক পর্যায়ে তাদের মধ্য থেকে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের ছেড়ে দেয়।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের পর তাদের সঠিক পরিচয় পাওয়া যায় এবং কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বর্তমানে ওই এলাকায় তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন