ইবনে জারির
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘বিগত দিনের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। তবে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়া জেলা বিএনপি এই ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ ও জনকল্যাণমূলক প্রকল্পের আয়োজন করে।

শহীদ হাদি ও জুলাই বিপ্লব: বক্তব্যের শুরুতেই তারেক রহমান সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘‘ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের এক অকুতোভয় যোদ্ধা। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।’’

তিনি আরও বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদদের সম্মান ধরে রাখতে হলে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বৈরাচারমুক্ত এই নতুন স্বাধীনতাকে সার্থক করতে ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার বিকল্প নেই।

বগুড়াবাসীর জন্য উপহার: শহীদদের স্মৃতি অমর করে রাখতে জেলা বিএনপির নেওয়া ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবার শুভ সূচনা করেন।

প্রাথমিকভাবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং সরকারি আজিজুল হক কলেজসহ জেলার ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। আয়োজকরা জানান, দ্রুততম সময়ের মধ্যে জেলার আরও ৪০টি স্থানে এই ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে। তারেক রহমান বলেন, ‘‘এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ প্রজন্ম শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং ইন্টারনেটের মুক্ত ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’’

সম্মাননা ও উপস্থিতি: অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

1

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

2

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

3

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

4

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

5

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

6

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

7

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

8

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

9

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

10

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

11

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

12

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

13

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

14

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

15

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

16

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

17

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

18

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

19

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

20
সর্বশেষ সব খবর