ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
আজ রবিবার (২১ ডিসেম্বর) আসরের নামাজের পরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে কবরের পাশে দাড়িয়ে তার রুহের মাগফিরাত এবং জান্নাতে উঁচু মাকাম কামনায় দোয়া করেন।
জিয়ারতের পরে সাংবাদিকদের পীর সাহেব চরমোনাই বলেন, ওসমান হাদির জানাজায় যেভাবে লাখো মানুষ স্বতস্ফুর্তভাবে উপস্থিত হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিন খেলতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে।
তিনি বলেন, রাজধানী ঢাকায় হাদির মতো একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পরে খুনি কিভাবে ঢাকা ত্যাগ করে দেশের সীমানা পাড় হয়ে গেল তা আমাদের বুঝে আসে না। সরকারকে বলবো, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে।
মন্তব্য করুন