ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি দেওয়া এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, "ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যে’র বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে" হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে।
এই ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন