আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে লকডাউন কার্যকরের দাবিতে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ আরও দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে শত শত আওয়ামী লীগ সমর্থক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া সড়ক অবরোধ করা হয় ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাজার এলাকায় এবং মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সুর্যনগর এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত লোকজন এসব এলাকায় সড়ক অবরোধ করেছেন এবং পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে যাতে তারা সড়ক থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শী প্রাইমারি স্কুলশিক্ষক সায়মা বেগম জানান, সকাল ৮টার দিকে তিনি পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেখেন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং লকডাউন কার্যকর করা ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। স্থানীয়রা জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান নিয়ে জড়ো হন এবং সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন