হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় দিনব্যাপী 'জননী' প্রকল্পের উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং মাতৃমৃত্যু হ্রাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) উপজেলা পরিষদ হলরুমে এই সভা আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এমএনএইচ (মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য) খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল (এইচআর) নিয়োগ, স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ যেমন—মেডিসিন, ডেলিভারি বেড ইত্যাদি সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে ধাত্রীদের তালিকা প্রস্তুত করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, 'জননী' প্রকল্পটি KOICA-এর আর্থিক সহায়তায়, সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মা ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা এবং মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে রংপুর ও লালমনিরহাট জেলার মোট ১৩টি উপজেলায় কাজ করছে।
সভায় পীরগাছা থানার অফিসার ইনচার্জ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব, তথ্য, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, এফপিআই এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জননী প্রকল্পের পক্ষ থেকে সভায় অংশ নেন জেলা সমন্বয়কারী মো. মাঈনুদ্দীন ভুঁইয়া, পীরগাছা উপজেলা অফিসার মো. মিজানুর রহমান (ওসিবি), দয়াল কর্মকার (ওজিআরসিএম) প্রমুখ।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন