কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের সমবায় অডিটোরিয়ামে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রহুল হোসাইন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
মাহফিলে সদর উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক, আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা এবং দলের প্রতি তার দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন।
আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে গরিব ও অসহায় মানুষের মাঝে তবারক হিসেবে খাবার বিতরণ করা হয়।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন