সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কায় সেলিম উদ্দিন (২০) ও তানজিল আহমেদ (২১) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম একই উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে এবং তানজিল একই গ্রামের তারিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর গণমাধ্যমকে জানান, ঘটনার সময় সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ মোটরসাইকেল নিয়ে উপজেলার সুবলপুর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির চালক সেলিম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন তানজিল। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তানজিল আহমেদেরও মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন