বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হিরো আলমের গ্রেফতারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী ও মামলার বাদী রিয়া মনি। তিনি বলেন, "আমিও খবর শুনেছি। আমার সঙ্গে যে অপরাধ হয়েছে, তার বিচার চাই। আমি বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে।"
জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আজ গ্রেফতার করা হলো।
রাজধানীর হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন রিয়া মনি। এই মামলায় আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে, যার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, "আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করছিলেন। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। আদালত শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।"
মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। হিরো আলম তার স্ত্রীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ২১ জুন মীমাংসার জন্য হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পরিবারকে ডাকা হয়। অভিযোগ অনুযায়ী, সেই সময় হিরো আলম ও তার সহযোগীরা রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং পরে বাদীর বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এ সময় বাদীর সোনার চেইনও চুরি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন