ইবনে জারির
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

 শিরজুল ইসলাম রাসেলঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে ‘মধ্যযুগীয় কায়দায়’ হত্যার চেষ্টা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অনিক (৩০) উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত একই ওয়ার্ডের পশ্চিম পাংশা গ্রামের মালেক রাঢ়ীর ছেলে মো. ফজলুর রাঢ়ী (৪৫)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে তালুকদার বাড়ির সামনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার মনি বেগম বলেন, "ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটে। আমি ফজলু ও অনিককে দোকানের সামনে বসে কথা বলতে দেখি। আমি ঘরের কাজে ভেতরে ঢুকতেই হঠাৎ শুনি অনিক বলছে, 'আপনি আমার বড় ভাই, আমাকে মারছেন কেন?' আর ফজলু বলছে 'দৌড় দে'। আমি ঘর থেকে বের হয়ে দেখি অনিক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে আর ফজলু আমার ঘরের সামনে রাখা ইট দিয়ে অনিকের মাথায় বারবার আঘাত করছে।"

তিনি আরও বলেন, "আমি চিৎকার শুরু করি 'ছেলেটাকে বাঁচাও'। কিছুক্ষণ পর এক বাইক চালক এসে অনিককে উদ্ধার করে। এ সময় ফজলু তড়িঘড়ি করে পালিয়ে যায়।" মনি বেগম জানান, তিনি এক ভ্যান চালকের কাছে শুনেছেন, শাকিব সরদার নামে এক ব্যক্তি অনিককে ওই দোকানে চা-বিস্কুট খেতে রেখে গিয়েছিল।

আহত অনিকের বাবা ইউপি সদস্য ফখরুল ইসলাম রোকন বলেন, "আমার ছেলে সকালে বাইসাইকেল নিয়ে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর একজন আমাকে ফোন করে জানায় অনিক, শাকিবের সাথে আছে। আমি শাকিবকে ফোন দিলে সে জানায় অনিক তার সাথে নাস্তা করছে এবং কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে দেবে। এর মাত্র পাঁচ মিনিট পরই আবার ফোন আসে, কারা যেন অনিককে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে।"

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি শাকিবকে পাননি। অনিককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন।

এ বিষয়ে শাকিব সরদার জানান, অনিক তার সাথে নাস্তা খাওয়ার পর তিনি অনিককে দোকানের সামনে রেখে নিজের কাজে চলে যান। ফজলু যে সেখানে ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, "ইউপি সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার পাঠানো হয়েছে এবং আসামিকে ধরতে অভিযান চলছে। আমরা খুব শীঘ্রই আসামিকে ধরতে সক্ষম হব।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

1

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

2

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

3

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

4

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

5

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

6

শিশু তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কাম

7

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

8

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

9

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

10

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

11

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

12

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

13

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

14

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

15

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

16

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

17

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

18

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

19

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

20
সর্বশেষ সব খবর