ইসমাঈল আযহার
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তবে তা এককভাবে নাকি জোটগতভাবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দলটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পার্টির শীর্ষনেতাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

জাতীয় পার্টির শীর্ষপর্যায়ের একাধিক নেতা জানান, বুধবার (১৭ ডিসেম্বর) দলের বর্ধিত সভা ডাকা হয়েছে। দলের তৃণমূলের নেতারাও এই সভায় অংশ নেবেন।

মঙ্গলবার রাত দশটা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী, কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি হতে পারে।
এদিকে, দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দ্বীপ্ত সূর্য গণমাধ্যমে জানিয়েছেন, বুধবার বিকাল চারটায় কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

জানা গেছে, ওই সংবাদ সম্মেলনেই নির্বাচনে যাওয়ার বিষয়ে ঘোষণা দিতে পারে জাতীয় পার্টি।

মঙ্গলবার মধ্যরাতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেন, “আমরা আগামী নির্বাচনে নমিনেশন সাবমিট করবো।”

এর আগে, সন্ধ্যায় সঙ্গে আলাপকালে দলের চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আপাতত তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তার দলের। তবে নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কী মতামত দেন, সেটিও দল বিবেচনা করবে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় পার্টির অন্য একটি অংশও নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বে তার জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মুঞ্জুর জেপিসহ ১৮ টি দল মিলে নতুন একটি জোট করেছেন। জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি এক সভায় তফসিল ঘোষণাকে স্বাগত জানান। তবে তিনি মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। ১৭ দিন থেকে তা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে কিনা, এই প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ বলে মনে করে বিএনপি। এমনকি জাতীয় পার্টির জিএম কাদেরের সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনে যেতে সম্মত আছেন, কয়েকটি দলের এমন একাধিক নেতাও জানিয়েছেন, তারা জিএম কাদেরের নেতৃত্বে জোট করতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ কোনদিকে গড়ায় তা নিয়ে সংশয় রয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ কিছু দল নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে।

জিএম কাদের বলেন, “নির্বাচনে আমরা এককভাবে করার চিন্তাও আছে। তিনশ আসনে আগে আমরা প্রার্থী নিশ্চিত করতে চাই। জোট হবে কিনা, কারও সঙ্গে যুক্ত হবো কিনা, এগুলো দলীয় ফোরামে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত হবে।”

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

1

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

2

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

3

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

4

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

5

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

6

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

7

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

8

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

9

সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

10

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

11

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের ব

12

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

13

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

14

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

15

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

16

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

17

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

18

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

19

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

20
সর্বশেষ সব খবর