সারাদেশ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

তারেক হায়দার, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমির বিরোধ নিয়ে তর্কে জড়িয়ে ভাতিজার লাথিতে আপন চাচা নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর স্কুলপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৭৫)। তিনি একই এলাকার মরহুম মকবুল আলীর প্রথম পুত্র। অভিযুক্ত ভাতিজা আলী আহাম্মদকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ঘটনাটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, "নিহত পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদ কালু তার ছেলেদের নিয়ে বিরোধীয় জমিতে চাষ করতে যান। ঠিক তখনই ভাতিজা আলী আহমদ ঘটনাস্থলে এসে বৃদ্ধ কালুর বুকে দু’বার লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ কালুকে মৃত ঘোষণা করেন।"

নিহত মোহাম্মদ কালুর ছেলে সরওয়ার আলম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস জানান, তাদের তিন কানি (১২০ শতক) জমি গত ২০ বছর ধরে তাদের জ্যাঠাতো ভাই আলী আহমদ জালিয়াতির মাধ্যমে ভোগ করে আসছিল। সম্প্রতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এক কানি (৪০ শতক) জমির ডিগ্রি তাদের অনুকূলে আসে। এর পরও আদালতের রায় অনুযায়ী জমি বুঝিয়ে দিতে আলী আহমদ অস্বীকৃতি জানায়।

তারা আরও জানান, বুধবার সকালে তাদের বাবা জমিতে চাষ করতে গেলে আলী আহমদ দৌড়ে এসে বৃদ্ধ কালুর বুকে লাথি মারেন, এতে তিনি মাটিতে পড়ে যান এবং তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন।

গণপিটুনির ঘটনা:

কালুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে যান এবং আলী আহাম্মদকে আটক করেন। তবে পুলিশ ভ্যান শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছানোর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ স্বজন ও কয়েকশো স্থানীয় মানুষ আলী আহাম্মদকে পুলিশ ভ্যান থেকে টেনে নামিয়ে বেদম মারধর করে। ইটের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। এসময় স্বামীকে বাঁচাতে গেলে তার স্ত্রী পারভীন আক্তার বানুকেও লাঞ্ছিত করা হয় এবং তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক আলী আহাম্মদকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

1

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

2

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

3

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

4

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

5

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

6

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

7

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

8

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

9

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

10

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

11

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

12

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

13

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

14

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

15

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

16

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

17

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

18

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

19

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

20
সর্বশেষ সব খবর