প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ
"প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন"—এমনই এক ভিন্নধর্মী ও পরিবেশবান্ধব স্লোগান নিয়ে পঞ্চগড়ে মহান বিজয় মেলায় নজর কেড়েছে বিডি ক্লিন-পঞ্চগড়। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা গড়তেই তাদের এই আয়োজন।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার), মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ‘বিজয় মেলা-২০২৫’-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব কাজী সায়েমুজ্জামান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর ও বিডি ক্লিন-পঞ্চগড় তত্ত্বাবধানে পরিচালিত ২০ নম্বর স্টলটি পরিদর্শন করেন। সেখানে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দর্শনার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ চারা তুলে দেওয়া হচ্ছে। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
বিডি ক্লিন-পঞ্চগড় জানায়, প্লাস্টিক দূষণ বর্তমান সময়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। লাগামহীন ব্যবহারের ফলে এই দূষণ মানব অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। নদী, খাল-বিল ও জলাশয় প্লাস্টিক বর্জ্যে ভরে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কৃষিজমি হারাচ্ছে উর্বরতা।
সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মাইক্রোপ্লাস্টিক এখন খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষ ও প্রাণীর দেহে প্রবেশ করছে। এমনকি মানুষের রক্তেও এর অস্তিত্ব মিলছে। এই ভয়াবহতা থেকে প্রকৃতিকে রক্ষা করতেই ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে তার বিনিময়ে গাছ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলার এই স্টলটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বাড়ি থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক বোতল নিয়ে মেলায় আসছেন এবং বিনিময়ে একটি করে চারা গাছ সংগ্রহ করছেন।
মারুফ/সকালবেলা