প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
হানিয়ার পরিবারসহ ৬৬ ফিলিস্তিনিকে উপত্যকা ছাড়ার অনুমতি দিল ইসরাইল

ইসরাইল তুরস্কের অনুরোধে চলতি মাসের শুরুর দিকে অন্তত ৬৬ জন ফিলিস্তিনি ও তুর্কি নাগরিককে গাজা উপত্যকা ছাড়ার অনুমতি দিয়েছে।
তাদের মধ্যে ছিলেন প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ার পরিবারের ১৬ জন সদস্য।
দুই দেশের কূটনৈতিক চুক্তির অংশ হিসেবে ১৪ জন তুর্কি নাগরিক এবং তুর্কি নাগরিকদের ৪০ জন নিকটাত্মীয়—যাদের মধ্যে স্বামী, স্ত্রী, সন্তান, পিতা ও মাতা রয়েছেন—গাজা থেকে বের হতে পেরেছেন বলে দুটি পৃথক সূত্র মিডল ইস্ট আই–কে জানিয়েছে।
এই সিদ্ধান্ত আসে অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির পর, যেখানে তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছিল এবং হামাসকে আলোচনায় আনতে সহায়তা করেছিল।
হানিয়ার পরিবারের সদস্যদের মধ্যে পাঁচজন তুর্কি নাগরিকের আত্মীয় ছিলেন।
স্বত্ব © সকালবেলা