
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের একটি প্রতিনিধি দল এই মনোনয়ন ফরম সংগ্রহ করে।
নেতাকর্মীদের উপস্থিতি: চেয়ারপারসনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ।
এছাড়া ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন এবং জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়া: মনোনয়ন সংগ্রহ শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, ‘‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা দেশনেত্রীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ফেনী-১ আসনের জনগণ তার নেতৃত্বে আবারও কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’’
অসুস্থতা ও নির্বাচনী ইতিহাস: উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেনী-১ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এবং বেগম খালেদা জিয়া এর আগে এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এম.এম/সকালবেলা