
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজে না জড়ানোর মুচলেকা নিয়ে তাদের এবং ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত এসব জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৪৩ লক্ষ ৫ হাজার টাকা বাজারমূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজে না জড়ানোর মুচলেকা নিয়ে তাদের এবং ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত এসব জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।