
মো: ফরহাদ,মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জুলাই আন্দোলনে শহীদ মুন্সিগঞ্জের ছয়টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় নিজ বাসভবনে এ উপলক্ষে এক দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে জুলাই আন্দোলনে শহীদ স্বজল, রিয়াজুল, ডিপজল, শাহরিক, ফরিদ শেখ ও শাওনের পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কামরুজ্জামান রতন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কামরুজ্জামান রতন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর ফকির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর পাশে সর্বদা থাকার আশ্বাস দেন এবং উল্লেখ করেন যে, তাদের এই মহান ত্যাগ জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাখবে।