
পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের প্রকৃত উৎস নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের কেউ বলছেন এটি প্লাস্টিকের গোডাউন, আবার কেউ বলছেন বসতবাড়িতে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই সেখানে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তিনি বলেন, “আগুন লাগার স্থান প্লাস্টিকের গোডাউনে হতে পারে। এছাড়া অনেকে বলছেন বাসা বাড়িতে, বিষয়টি ক্লিয়ার না।”
ডিউটি অফিসার রোজিনা ইসলাম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের দিকে রওনা হলেও পথে তীব্র যানজটে আটকে আছে। ইউনিটগুলো সেখানে পৌঁছানোর পর আগুন লাগার প্রকৃত স্থান ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মারুফ/সকালবেলা