
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে পরাজিত ফ্যাসিস্ট শক্তির আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের রূপরেখা নিয়ে কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছে। আমরা নিশ্চিত করতে চাই, পরাজিত সেই ফ্যাসিস্ট শক্তি যেন আর কখনোই এ দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’’
তিনি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘বেগম জিয়ার অসুস্থতা আমাদের সবার জন্যই অত্যন্ত উদ্বেগের বিষয়।’’
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ভূয়সী প্রশংসা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ও ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করেন। বিশেষ করে তিনি ওসমান হাদির নাম উল্লেখ করে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র মেরামতের কাজ শেষ করে দ্রুতই ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এম.এম/সকালবেলা