
বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি ভারত সফরে এসেছেন, যার প্রথম গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের কলকাতা। শুক্রবার সেখানে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়ে গেছে এই ফুটবল মহাতারকার। দুই তারকার এই বিরল মিলনমুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, কলকাতায় একটি অনুষ্ঠানের আগে একটি হোটেলে দুই তারকার সাক্ষাৎ হয়। শুক্রবার রাতে বন্ধু লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো দে’পলকে সঙ্গে নিয়ে কলকাতা পৌঁছান মেসি। অন্যদিকে, বলিউড সুপারস্টার শাহরুখ খানও ভোরবেলায় তার ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় আসেন। সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ। মূল আয়োজক শতদ্রু দত্ত তাদের পরিচয় করিয়ে দেন। এই ক্লোজডোর অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে মেসি ও সুয়ারেজদের উষ্ণ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
কলকাতা পর্বে মেসির ব্যস্ত সূচিতে দিনভর রয়েছে নানা আয়োজন। উদযাপনের অংশ হিসেবে সল্টলেক স্টেডিয়ামের কাছে ৭০ ফুট উচ্চতার লোহার তৈরি মেসির একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। সকাল থেকেই সেই মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।
তবে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার কারণে মেসি আজ আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি মূর্তির উদ্বোধন করবেন বলে আয়োজক ও পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।