
অভিনেত্রী জয়া আহসান শুধু ঢালিউডেই নয়, টালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতেও সমান তালে কাজ করে যাচ্ছেন। দুই বাংলার চলচ্চিত্র জগতে বিচরণ করে তিনি দু’দেশেই সমানসংখ্যক ভক্ত ও অনুরাগী পেয়েছেন। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও রয়েছে তার নিবিড় ব্যস্ততা। সিনেমা ‘ডিয়ার মা’ হোক কিংবা ‘পুতুল নাচের ইতিকথা’— একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি কলকাতায় অসাধারণ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে টালিউডের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। শুধু তাই নয়, বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন এই গুণী তারকা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও জয়া আহসান অত্যন্ত সরব। নতুন নতুন তথ্য ও ছবি পোস্ট করে তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেও তিনি অনুরাগীদের সাথে যুক্ত থাকেন। এবার এক নতুন ও ব্যতিক্রমী রূপে ধরা দিলেন অভিনেত্রী, যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
এই তারকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্নধর্মী। ছবিতে দেখা যায়, পাথরের জমকালো কাজ করা একটি লাল রঙের ব্লাউজের সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে স্টাইলিশ রোদচশমা এবং পাথরের তৈরি চুড়ি ও বালার সঙ্গে হাতে একটি টুকটুকে লাল আপেল তাকে এনে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। এই পুরো ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন লুকে অভিনেত্রী সবার নজর কেড়েছেন।
অভিনেত্রী জয়া সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে। এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন তিনি। সেই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আপেল হয়ো না।’