
মুহসিন মোল্লা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এসহাক মুহাম্মাদ আবুল খায়ের অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে হালকা বা ‘নরমালাইজ’ করার হীন উদ্দেশ্যেই দৈনিক প্রথম আলো এই ধরনের বিতর্কিত জনমত জরিপ প্রকাশ করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দৈনিক সকালবেলার কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি প্রথম আলোর প্রকাশিত এক জরিপে দাবি করা হয়েছে, দেশের ৬৯ শতাংশ মানুষ শর্তসাপেক্ষে বা শর্তহীনভাবে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে। পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জরিপটি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার আগে পরিচালনা করা হয়েছিল।
এ প্রসঙ্গে এসহাক মুহাম্মাদ আবুল খায়ের পাল্টা যুক্তি দেখিয়ে বলেন, ‘‘প্রথম আলো এখন সাফাই গাইছে যে, জরিপটি রায়ের আগে করা। এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই—যেহেতু তার মৃত্যুদণ্ড ইতোমধ্যে হয়ে গেছে, তাহলে এখন কেন এই বাসি জরিপ প্রকাশ করা হলো? রায় হওয়ার পর তো এই রিপোর্ট না দিলেই পারত প্রথম আলো। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে এখন এই ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করার মানেই হলো—তারা কৌশলে বিষয়টিকে ‘নরমালাইজ’ বা স্বাভাবিক ঘটনায় রূপ দিতে চাইছে।’’
তিনি আরও বলেন, ‘‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতাকে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। যখন খুনিদের বিচার ও ফাঁসি কার্যকরের দাবি সারা দেশের মানুষের মুখে, ঠিক সেই মুহূর্তে এমন একটি জরিপ প্রকাশ করা অত্যন্ত দুরভিসন্ধিমূলক। এটি মূলত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের একটি নীল নকশা এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।’’
ইসলামী আন্দোলনের এই নেতা প্রশ্ন তোলেন, ‘‘যে দলটিকে অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং যাদের নেত্রীর মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জরিপ করার যৌক্তিকতা কী? এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।’’ তিনি গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান।
এম.এম/সকালবেলা