
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের রাজনীতিতে এক বিরল ঘটনা ঘটল। দীর্ঘদিনের রাজনৈতিক রেওয়াজ বা প্রথা ভেঙে একই পরিবারের দুই সহোদরকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা হলেন দলের প্রভাবশালী নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টু (টাঙ্গাইল-২) এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।
সাধারণত এক পরিবারের একাধিক ব্যক্তিকে একই নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার নজির খুব একটা দেখা যায় না। তবে এবার সেই অলিখিত প্রথা ভেঙে বিএনপি টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে পিন্টু ও টুকুর ওপরই আস্থা রেখেছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থিতা নিয়ে স্থানীয়ভাবে বেশ জল্পনা-কল্পনা ছিল। সেখানে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রভাবশালী নেতা সুলতান সালাউদ্দিন টুকুকেই বেছে নেওয়া হয়েছে, যিনি এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়বেন।
অন্যদিকে, তার বড় ভাই আব্দুস ছালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জোট সরকারের আমলে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এক পরিবারে দুই ভাইকে বিএনপির এই মনোনয়ন দেওয়ার বিষয়টি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এম.এম/সকালবেলা