
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুবের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করা, দল থেকে বহিষ্কার করানো এবং 'সমকামী' হিসেবে অপপ্রচার চালানোর মতো গুরুতর অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে মুনতাসির মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই বিস্ফোরক অভিযোগগুলো করেন।
মুনতাসির তার পোস্টে বলেন, এনসিপির কিছু নেতার দুর্নীতির বিরুদ্ধে তিনি সাংগঠনিক নিয়ম মেনেই অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। উল্টো তাকে গত ১২ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
তিনি প্রশ্ন তুলে লিখেন, "আপনাকে যদি মানুষ সমকামী/গে বলে, আপনার ছবি দিয়ে সমকামী বানাইয়া নিউজ করে, সেটা আপনার বাবা-মা দেখে, প্রতিবেশীরা দেখে, কেমন লাগবে? যদি আপনার আত্মীয়-স্বজন আপনার মা-বাবাকে প্রশ্ন করে, আপনার ছেলে কি গে? নিউজে দেখলাম... এটা কি সত্যি?"
তিনি সরাসরি অভিযোগ করে বলেন, "আমাকে আমার চাকরি থেকে অন্যায়ভাবে বের করেছে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, আমি প্রমাণ দিয়েছি। সে আমাকে স্পষ্ট হুমকি দিয়েছে... এবং ঠিকই উপদেষ্টার ভাইয়ের ক্ষমতা দেখিয়ে জুলাইয়ের গাদ্দার মাহবুব চাকরিচ্যুত করেছে আমায়। এনসিপির অনেকের চোখের সামনে এই ঘটনা।"
মুনতাসির আরও অভিযোগ করেন, "উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে...।" তিনি দাবি করেন, "শুনেছি, উপদেষ্টার ভাই মাহবুব দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ধমকাইয়া ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে। বাহ, কী চমৎকার দল আপনাদের। মনে হচ্ছে, দলের আহ্বায়ক স্বয়ং জিম্মি ওদের কাছে!"
তিনি আরও দাবি করেন, তার কাছে উপদেষ্টা মাহফুজ আলমের একটি কল রেকর্ড আছে, যেখানে উপদেষ্টা নিজের ভাইয়ের দুর্নীতি ঢাকতে জামায়াত-শিবিরকে দোষারোপ করেছিলেন।
মুনতাসিরের অভিযোগ, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে সবদিক থেকে অপমান করার পর এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তার বাসার পেছনে লোক লাগানো হয়েছে। তিনি দাবি করেন, এই সবকি-"মাইনাস রাজনীতির" কারণ হলো, উপদেষ্টা মাহফুজ আলম তার (মুনতাসিরের) সাংগঠনিক আসন থেকে নির্বাচন করতে চান।
এম.এম/সকালবেলা