
চীনের ইয়ানচুন এলাকায় এক দম্পতি আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছেন। আলট্রাসনোগ্রামের পর্দায় দেখা যায়, ওই নারীর গর্ভে থাকা যমজ দুই কন্যাশিশু যেন পেটের ভেতরেই মারামারি শুরু করেছে!
আলট্রাসনোগ্রামের মনিটরে দেখা যায়, অনাগত দুই সন্তান একে অপরকে লাথি মারছে এবং হাত তুলছে— দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন তাদের মধ্যে সত্যিকারের 'ঝগড়া' চলছে। এমন বিরল দৃশ্য দেখে চিকিৎসকরাও হতবাক হয়ে যান।
ওই নারীর স্বামী দ্রুত পুরো ঘটনাটি তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখে অনেক ব্যবহারকারী মজা পেলেও, কেউ কেউ এটিকে প্রকৃতির এক আশ্চর্য খেলা বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "জন্মের আগেই বোনেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মনে হচ্ছে!"
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় যমজ সন্তানদের নড়াচড়া করা স্বাভাবিক ঘটনা হলেও, এমন ধরনের 'মারামারি সদৃশ' দৃশ্য খুবই বিরল।
মারুফ/সকালবেলা