নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে সামাজিক দুরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিন ।

বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যাপক সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আখতার হোসাইন খান, জিয়াউদ্দিন শিপলু, তাহমিনা আক্তার, রিমা আক্তার লিপি, শাহাদাৎ হোসেন অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ইনশাআল্লাহ্ আপনাদের সন্তানদের যুগোপযোগী শিক্ষার মান নিশ্চিত করছে। গুগল মিটের মাধ্যমে অনলাইনে ক্লাশ চলবে। শুধুমাত্র ক্লাশ রুটিনের সময়েই স্মার্ট মোবাইল ফোন শিক্ষার্থী হাতে দিয়ে অভিভাবক পাশে থাকবেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ+ অর্জন করার ক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক,অভিভাবক সকলের সহযোগিতা কামনা করেন।