লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উঃচরবংশী ইউনিয়নের খাশেরহাট বাজারে আওয়ামীলীগ অফিস কার্যালয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।। ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী ছিলেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি।
প্রধান অতিথী মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি বলেন, ছাত্রলীগের রাজনীতি গৌরবের রাজনীতি। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ সবসময় রাজপথে ছিলো। ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ সবকিছুতেই ছাত্রলীগের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিলো।
রায়পুরে ছাত্রলীগ বর্তমানে সুসংগঠিত , আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে তারা। দলের বিরুদ্ধে যারা কাজ করবে, যেকোন অপরাজনীতি রুখে দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।