২০ মে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আমফানের ক্ষতটা এখনও শুকোয়নি। ক্ষতিগ্রস্থ দুই বাংলার বিস্তীর্ণ এলাকা। তার মধ্যেই দুঃসংবাদ। পুজোর মরসুমেই বাংলাদেশে আছড়ে পড়তে পারে জোরালো ঘূর্ণিঝড়।আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপাসগরে ক্রমেই জোরালো হচ্ছে দুটি নিম্নচাপ। এদের মধ্যে একটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।এই সাম্ভব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘গতি’। মুম্বইতে শেষ আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়-নিসর্গ।র পাশাপাশি নিম্নচাপের ভ্রুকুটিই ভয় দেখাচ্ছে। আববহিদরা বলছেন, এই ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা প্রতিবারই থাকে। একে আশ্বিন কার্তিকের তুফান বলা হয়।