ফিরে এসো
— মাহবুব ইসলাম
আজ আর আমি কোন কথা বলবো না গাইবো না কোন গান
তোমারা যতোই করো অভিমান।
আজ আর আমি হাত মিলাবো না
করবো না কোলাকুলি
তোমারা যতই করো পিড়াপিড়ি।
আজ আর আমি ছবি উঠাবো না
তুলবো না কোন সেল্ফি
যতই হোক তোমার কীর্তি।
আজ আর আমি বসবো না মাঠে
করবোনা কোন সাহিত্যসভা
এখানে নেই কোন শিক্ষার্থীর আনাগোনা।
আজ আর আমি সরাবো না বটচত্বর থেকে
ভীতিকর পরিবেশ শূন্য ক্যাম্পাসে
ফিরে এসো তোমারা করোনা জয় শেষে।
মেঘলা আকাশ,সারাদিন টিপ টিপ বৃষ্টি
তবুও ভিজবো না
হবেনা কোন অনাসৃষ্টি।
কদম বকুল আর হাসনা-হেনার গন্ধ
করছে না আকর্ষণ
ফিরে এসো তোমারা করবে বর্ষবরণ।
আজ আর আমি বক্তৃতা দিব না
কেন করো অভিমান
ফিরে এসো তোমারা করো মানবতার জয়গান।
দখিনে আছে জোড়া গাবগাছ
তার পাশে কূপ
ঘুমিয়ে আছে সেথায় সূর্য সন্তান নিশ্চুপ।
ভাষাআন্দোলন আর স্বাধীনতার স্মৃতিনিয়ে
বাঙলা কলেজ সেতো অনন্য বিদ্যাপীঠ
ফিরে এসো একসাথে গাই জাতীয় সঙ্গীত।
গাইবো মোরা প্রভু হে তোমার জয়গান
ক্ষমা করো মোদের
দয়ার সাগর তুুমি মহিয়ান।